সরাইলে বিজ্ঞান মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ১০০ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। আজ মঙ্গলবার সকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে অনুষ্ঠিত দুইদিন ব্যাপি মেলায় মাধ্যমিক ও কলেজসহ মোট ১৪টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন- সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, মো. আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শহিদুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান ভীতি প্রবেশ করেছে। তাই বিজ্ঞানী গড়ে ওঠছে না। কারিগড়ি ও বৃত্তি শিক্ষা গ্রহনে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে হবে। কারণ এই শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করলে শিক্ষার্থীরা স্বাবলম্বি হতে পারবে। কৃষি ভিত্তিক প্রযুক্তির উপর জোর দিতে হবে। পানির উৎস বাঁচিয়ে রাখতে হবে। ফসলি জমির মাটি ক্রয়-বিক্রয় করে পানির উৎস ধ্বংস করা হচ্ছে।