সরাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস’তি সভা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিহাবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নোমান মিয়া, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী, স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান প্রমুখ।
মাহবুব খান বাবুল