সরাইলে প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ১৮২ বার পড়া হয়েছে
সরাইলে ‘পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও সদস্যগণের প্রশিক্ষণ’কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দিন ব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় এনজিও প্রতিনিধি, মাতৃকেন্দ্রের সম্পাদিকা, সদস্য, গ্রাম কমিটির সভাপতি ও দলনেতাসহ মোট ৪৬ জন অংশ গ্রহণ করেছেন। কর্মশালায় নারীর ক্ষমতায়ন, মূল্যায়ন, ক্ষুদ্র ঋণ গ্রহন, ঋণের টাকায় স্বামলম্বি হওয়া, সঠিক পদ্ধতিতে ঋণ পরিশোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, বিশুদ্ধ পরিবেশ, পরিচ্ছন্নতা, সামাজিক উন্নয়ন মূলক কাজে নারী পুরূষকে উদ্ভুদ্ধকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়েও আলোচনা করা হয়। বিষয় গুলো নিয়ে আলোচনা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল কাইয়ুম, সহকারি পরিচালক ফরহাদ হোসেন ভূঁইয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
মাহবুব খান বাবুল