মাহবুব খান বাবুল:সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ভ্রাম্মমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাকশিমুল এলাকায় আদালত পরিচালনাকালে অবৈধ ৪০টি রিং জাল জব্দ করা হয়। ওই জাল গুলো তিতাস নদীর পাড় ফতেহপুর এলাকায় আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি মো. জসিম উদ্দিন, ক্ষেত্র সহকারি মনিরূল ইসলাম ও সরাইল থানার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, উপজেলার নদী খাল সমুহে অবৈধ কারেন্ট/ রিং জাল দিয়ে দেশী প্রজাতির ছোট মাছ, বিভিন্ন প্রকারের জলজ প্রাণী ও উপকারি কীট শিকার করা হচ্ছে। ফলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।