মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইলে হাল চাষের ইটা বোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলামিন (১৫) ও আপন দাস (১৩) নামের দুই শিশু নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদবপুর নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। ট্রাক্টর চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, হাল চাষের একটি ট্রাক্টর ইটা বোঝাই অবস্থায় বেপরোয়াগতিতে শাহজাদাপুরের দিকে যাচ্ছিল। যাদবপুর এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দেহ থেকে শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে ভেঙ্গে মারা যায় অটোরিকশার শিশু চালক আলামিন। আলামিন শাহবাজপুর গ্রামের লাল মিয়ার পাড়ার মো. আলমগীর মিয়ার ছেলে। আর হাসপাতালে নেয়ার পথে মারা অটোরিকশা যাত্রী শিশু আপন দাস। আপন শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ওমেলেস চন্দ্র দাসের ছেলে। ঘটনার পর ট্রাক্টর চালক কৌশলে পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় লোকজনের অভিযোগ হাল চাষের ট্রাক্টর সড়কে চলাচলের কোন বৈধতা নেই। তারপরও এগুলি সড়কে চলে কিভাবে? চালকদের লাইসেন্স নেই। অধিকাংশ চালক শিশু। এই সব ট্রাক্টর দিনে রাতে ইটা ও মাটি বোঝাই করে গ্রামীণ এই সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলছে। সরাইল থানার অফিসার ইটচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দু’টির সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করেছি। ঘাতক ট্রাক্টরটি জব্দ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন পক্রিয়াধীন রয়েছে।