সরাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত ৩ ইভেন্টে প্রথম মহিলা কলেজ

- আপডেট সময় : ০৭:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ৫৭৫ বার পড়া হয়েছে
“জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন-২০২২” উপলক্ষে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৩ ইভেন্টে প্রথম হয়েছে সরাইল মহিলা কলেজ। আজ বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩টি কলেজ ও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্ধিতা করেছে। এরমধ্যে উচ্চাঙ্গ ও লোক সংগীত দুটি ইভেন্টেই প্রথম স্থান অর্জন করেছে সরাইল মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শ্রাবন্তী কর্মকার। আর স্বশরীরে উপস্থিত হয়ে তাৎক্ষণিক বিজ্ঞ বিচারক মন্ডলি কর্তৃক নির্ধারিত ‘ইন্টারনেট আসক্তি কারণ ও প্রতিকার’ বিষয়ের উপর লিখিত রচনা প্রতিযোগিতায় প্রতিদ্বন্ধিতা করে প্রথম হয়েছে একই কলেজের শিক্ষার্থী নুসরাত পাঠান। সরাইল মহিলা কলেজের শিক্ষার্থী ৩টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে আবারও আরেক ধাপ এগিয়ে গেল তারা। এর আগে গত ২০২০-২১ শিক্ষা বর্ষের উচ্চ মাধ্যমিক চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহন করে সরাইল মহিলা কলেজ শতভাগ পাসের রেকর্ড গড়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ ও গবেষক সঞ্জীব কুমার দেবনাথ, প্রভাষক মার্জিয়া সানি, নাঈমা আক্তার, প্রধান শিক্ষত মো. আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আলী ও শেখ সাদী। প্রসঙ্গত: স্বাধীনতার ৪৬ বছর পর ২০১৭ খ্রিষ্টাব্দে সরাইল প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক, স্থানীয় কয়েকজন ব্যবসায়ি ও সমাজসেবকের উদ্যোগে সরাইল সদরে প্রথমবারের মত প্রতিষ্ঠিত হয় একমাত্র মহিলা কলেজটি।
মাহবুব খান বাবুল