সরাইলে এসএসসি ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ৪৩৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রিয় প্রতিষ্ঠানে সোহাগ বক্সের সঞ্চালনায় শিক্ষার্থী শেখ আবদুস সাত্তার জনি, শাফকাতুল হক রেজা, ইমরান পাঠান এর সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি ছিলেন মুফতি মোর্শেদ চৌধুরী ও গণমাধ্যম কর্মী নারায়ণ চক্রবর্তী। আয়োজনকারী শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে চিকিৎসক, প্রকৌশলী, সরকারি বেসরকারি চাকরি, প্রাইভেট টিভি চ্যানেলের সংবাদ পাঠক উপস্থাপক ও ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন। ইফতার উপলক্ষে দীর্ঘদিন পর এমন একটি মিলন মেলায় অংশ গ্রহন করতে পেরে সকলেই আনন্দে উদ্বেলিত ছিলেন। তারা এই অনুষ্ঠানে ২০১০ ব্যাচের শিক্ষার্থী ৪২তম বিসিএস ক্যাডার (স্বাস্থ্য) উত্তীর্ণ হওয়ায় ডা: মোবাশ্বের উদ্দিন (নয়ন) কে দিয়েছে সংবর্ধণা। সবশেষে আয়োজনকারী শিক্ষার্থীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মাহ্বুব খান বাবুল