প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের নাম আশ্রয়ন প্রকল্প। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে সরাইলে ভূমিহীন ও গৃহহীন ১০ পরিবারকে ঘর প্রদানের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে ৯টা ৩০ মিনিট থেকে উদ্বোধন অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এ ছাড়া তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তিতে কর্তৃপক্ষ নির্দেশিত সংশ্লিষ্ট সকলের পরামর্শ অংশগ্রহন নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে প্রচলিত মূল্যের চেয়ে কমে জমি ক্রয় করে ১৫২টি গৃহনির্মাণের কাজ চলমান রয়েছে। জমি ক্রয়ের বরাদ্ধ সাপেক্ষে আরো ২১৮টি পরিবারকে পূনর্বাসন করা হবে। প্রত্যেক পরিবার ২ শতক খাস জমি ও ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মাণ করা গৃহ বরাদ্ধ পাচ্ছেন। আরো রয়েছে পরিবহন ব্যয় ৫ হাজার ও জ্বালানী ব্যয় বাবদ ৫ হাজার টাকা। আজ রোববার দুপুরে নিজ দফতরে এক প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্যে উরোল্লেখিত তথ্য গুলো জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। এ সময় উপসি’ত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোছা. নিলুফা ইয়াছমীন ও সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি বলেন, এর আগে যথাযথ পক্রিয়ায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরী করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ২ শতক জায়গায় গৃহনির্মাণ করে দেয়া হয়েছে। সরাইল উপজেলায় প্রথম পর্যায়ে ১০২ টি, দ্বিতীয় পর্যায়ে ৩১টি ও উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১টি সহ মোট ১৩৪টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পূনর্বাসন করা হয়েছে। তৃতীয় ধাপের প্রথম কিস্তির ১০টি সহ মোট গৃহের সংখ্যা হবে ১৪৪টি।
মাহবুব খান বাবুল