নারায়ন চক্রবর্ত্তীঃ
‘রুখবো দুর্নীতি গড়বো দেশ’ হবে সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সরাইল সচেতন নাগরিক কমিটি (সনাক) উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওইস্থানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দীন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নোমান মিয়া। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলাম কানু। সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সেচ্চার হতে হবে। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক- শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিগগণ উপস্থিত ছিলেন।