সরাইলের মিতালীর সম্পাদক বুলবুল আর নেই!

- আপডেট সময় : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বুলবুল (৫৪) আর নেই। আজ রবিবার দুপুরের দিকে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় সূত্র জানায়, আরিফুর রহমান এক যুগেরও অধিক সময় ধরে মিতালীর সাধারণ সম্পাদকের দায়িত্ব দক্ষতার সাথে পালন করছেন। এক সময় তিনি মিতালীর সভাপতিও ছিলেন। বুলবুল শাহজাদাপুর ইউপি আওয়ামী যুবলীগের সভাপতি ও একাধিকবার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক প্রতিনিধি ছিলেন। স্থানীয় বিভিন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি। উনার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাহফুজ আলী, শাহজাদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, মিতালীর উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্য, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি লায়ন জুমান চৌধুরী, প্রধান শিক্ষক মো. আইয়ুবুর রহমান প্রমূখ।