সংবাদ শিরোনাম ::
সন্ধান চাই
![](https://digitalbrahmanbaria.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
মো. রহমত আলী (৭০), পিতা- প্রয়াত জুহুর আলী, গ্রাম- দেওড়া, উপজেলা/থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তিনি গত ১৪ জানুয়ারি নিজ গ্রাম দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোড়ের মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। ওই রাতে আর বাড়ি ফিরেননি। অদ্যবধি তিনি নিখোঁজ। আত্মীয়-স্বজনসহ সকল পরিচিত জনদের বাড়িতে খোঁজ করে উনার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় উনার পড়নে ছিল হালকা খয়েরি রং-এর লুঙ্গি, হালকা গোলাপী রং-এর পাঞ্জাবী, বাদামি রং-এর ছাদর ও সাদা রং-এর টুপি। গত ১৫ জানুয়ারি উনার মেয়ে মোসা. রীনা আক্তার (৪১) সরাইল থানায় একটি জিডি করেছেন। জিডি নম্বর-৮০৪। যদি কোথাও কোন স্বহৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পান দয়া করে নিম্নের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
যোগাযোগ- ০১৭২০-০৭৩৮৩২/০১৭১৩-৬০৬৭৩১/০১৯১৭-৮২৬২৬২ ।