রূপম ধরের তুলিতে তিতাস পাড়ের গল্প: তরী বাংলাদেশের নদী সম্মেলন

- আপডেট সময় : ১১:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
নদীমাতৃক বাংলাদেশে নদীর গুরুত্ব অনস্বীকার্য। শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড়ে তরী বাংলাদেশের উদ্যোগে আয়োজিত “নদী সম্মেলন” ছিল নদী সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন চিত্রশিল্পী রূপম ধর। তিনি তাঁর অনবদ্য চিত্রকর্মে ফুটিয়ে তোলেন তিতাস পাড়ের অপরূপ সৌন্দর্য। বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর আঁকা বটগাছের ছবি, যা শুধু প্রকৃতির রূপই নয়, বরং মানুষের শিকড়ের প্রতি ভালোবাসার প্রতীকও বয়ে আনে। তাঁর শিল্পকর্ম তিতাস পাড়ের গল্পকে জীবন্ত করে তোলে, যা দর্শকদের মধ্যে গভীর আবেগের সঞ্চার করে।
সম্মেলনে অংশ নেন বিশিষ্ট চিত্রশিল্পী দিপ্ত মোদক ও জুঁই, যাঁদের সৃষ্টিতে তিতাস নদীর সৌন্দর্য নতুন আলোয় উদ্ভাসিত হয়। নদী, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনায় মুখর ছিল এই আয়োজন। বক্তারা নদীর দূষণরোধ, দখলমুক্ত রাখা, এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। স্থানীয় জনগণ ও পরিবেশপ্রেমীদের উপস্থিতি সম্মেলনকে আরও অর্থবহ করে তোলে। তরী বাংলাদেশের সভাপতি সামিম আহমেদের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলন তিতাস নদীর পাড়ে এক নতুন ধরণের পরিবেশ আন্দোলনের সূচনা করেছে।
রূপম ধরের তুলির ছোঁয়ায় যেমন নদীর গল্প জীবন্ত হয়ে ওঠে, তেমনি এ ধরনের সম্মেলন নদীর প্রতি আমাদের দায়িত্ববোধকে আরও জোরদার করে। তরী বাংলাদেশের এমন উদ্যোগ ভবিষ্যতে নদী সুরক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকরা আশাবাদী।