ভাষা দিবসে ‘নজরুল শিক্ষালয়’এ গুণীদের মেলা
- আপডেট সময় : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ২৩১ বার পড়া হয়েছে
সরাইলের বেড়তলা ‘কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন’ -এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে নিজেরাই তৈরী করেছিলেন শহিদ মিনার। কোমলমতি শিক্ষার্থীরা আগ্রহ ভরে শহিদদের শ্রদ্ধা জানাতে হাজির হয় বিদ্যালয়ে। আগ্রহের কমতি ছিল না শিক্ষকদের। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিষদের সভাপতি অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জিহাদ উদ্দিনের সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হয় আলোচনা সভা। শিক্ষক নাঈমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বিদ্যালয়ের উপদেষ্টা ডাঃ মোহাম্মদ বদরুদ্দোজা, ডাঃ জাকিয়া পারভীন, প্রবীণ শিক্ষাবিদ সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম কুমার হালদার, প্রভাষক মাষ্টার ট্রেইনার ও কারিকুলাম বিশেষজ্ঞ মোহাম্মদ হুমায়ুন কবীর, শিক্ষক মোঃ আবুল বাশার, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বাংলা বিভাগের প্রধান মো. শরীফ হোসেন, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, কবি এলাহি তালুকদার, সমাজ সেবক মোঃ আইয়ুব খান ও শিক্ষক নাঈম দূর্জয়। বক্তারা মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অন্যান্য জাতীয় দিবস সম্পর্কেও ধারণা দেন। সেই সাথে শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করেন। কোমলমতি শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে মূল্যবান কিছু প্রশ্ন ছুড়ে দেন। নারীর টানে বারবার নিজের গ্রামে ফিরে আসা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করায় জিহাদ উদ্দিনের প্রশংসা করেন। শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরো সামনে এগিয়ে নেয়ার অনুরোধ জানিয়ে শিক্ষার কাজে সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। বিদ্যালয় প্রতিষ্ঠায় জায়গা দান করায় জিহাদ উদ্দিনের পিতা প্রয়াত আনোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়াও করা হয়। সবশেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মাহবুব খান বাবুল