বাল্য বিবাহ বিরোধী আন্দোলনকে জোরদারের আহবান
বাংলাদেশ সরকারের অংশীদারিত্বেএবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজ বুধবার ফোরামের মাসিক সভা স্থানীয় কাউতলীস’ স্বপ্নতরী কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে ।সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনডিপিএফর সহসভাপতিএস সি তাপসী রায়, সাধারন সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, এস এম শাহীন,,আইয়ুব খান, মাহবুব খান,আসিকুর রহমান ভুইয়া,তাহের উদ্দিন, মোহাম্মদ পারভেজ, আলমগীরমিয়া, মদিনা বেগম ,পলি রানী বিশ্বাস প্রমুখ। সভায় ব্ক্তারা বাল্য বিবাহ বিরোধী আন্দোলন কে জোরদার করার আহবান জানান। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে ডিপিএফ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সভায় ডিপিএফের সদস্য আবদুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় তার মুত্যতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোহয়। এছাড়া তার আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।তাছাড়া তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার বেরতলা গ্রামের জামে মসজিদে আগামী শনিবার বাদ আছর দোয়া মিলাদ মাহফিলের কর্মসূচী নেয়া হয়েছে। সভায় পিফরডির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোছাঃ খোদেজা বেগম অংশ গ্রহন করেন।