ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রবির বাজার এলাকা থেকে ৫৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল গত ১২ জানুয়ারি আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রবির বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪.১ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ নুরুল আলম প্রঃ সুমন (৪০), পিতা- মৃত শাহ আলম, গ্রাম নিচকুঞ্জেরা, উপজেলা ছাগলনাইয়া, ফেনী এবং আশীষ দাস (১৯), পিতা- হারাধন দাস, গ্রাম পূর্ব হিংগুলী, উপজেলা জোরারগঞ্জ, চট্টগ্রাম। এ সময় তাদের সাথে থাকা ১টি ট্রাক জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।