ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় গাঁজাসহ ২ জনকে আটক

- আপডেট সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর লক্ষীপুর বিওপির টহল দল ভারতীয় গাঁজাসহ ২ জনকে আটক করেন। সোমবার (২৭ জানুয়ারি) আনুমানিক ০০:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর লক্ষীপুর বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০০১/৪০-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মনিপুর নামক স্থান হতে ২ কেজি ভারতীয় গাঁজাসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন- মোঃ সুজন মিয়া (৪২), পিতাঃ মোঃ ফিরোজ মিয়া এবং মোঃ আশিক মিয়া (২৪), পিতাঃ বাচ্চু মিয়া খন্দকার, উভয়ের মনিপুর, হরষপুর, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ৭,০০০ টাকা। আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় মামলা দায়ের করাসহ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।