ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ভারতীয় মাদক উদ্ধার

0
48
ভারতীয় মাদক উদ্ধার
ভারতীয় মাদক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৯২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫৮৯ বোতল ইস্কফ সিরাপ এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নর (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এবং আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কালাছড়া, কাশিনগর, চানপুর এবং আনোয়ারপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি) জানান, সীমান্ত এলাকা দিয়ে কোন রকম মাদক যেন দেশে ঢুকতে না পারে সেজন্য বাংলাদেশ বর্ডার গার্ড সবসময় সীমান্ত এলাকায় জাগ্রত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here