ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(২৯ নবেম্বর ) বিকেলে সরাইল মহিলা কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ-এর সভাপতি ও সাংবাদিক মো. আরজু মিয়া। সদস্য মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-ডিপিএফ-এর সদস্য, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক মো. আইয়ুব খান, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি এস. এম শাহিন, এস্সাড’র নির্বাহী পরিচালক মো. পারভেজ, নারায়ণ চক্রবর্তী, মো. আলমগীর, ঝুমা ঠাকুর, মেহেদী হাসান রজত, মো. নাঈম মিয়া প্রমূখ। ডিপিএফ-এর বর্তমান সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিনের ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে বিধায় সম্পাদক পদে সদস্যদের মধ্য থেকে দায়িত্ব দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন সমস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে সদস্য মোহাম্মদ মাহবুব খানকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়। এ ছাড়া ডিপিএফ’র কয়েকজন সদস্য পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে সদস্য পদে থাকতে অপারগতা প্রকাশ করেন। সভায় সকলের অংশ গ্রহণে উম্মূক্ত আলোচনার ভিত্তিতে সদস্যদের শুন্য পদে নতুন সদস্য অন্তর্ভূক্ত করণের সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মপরিকল্পনা নেয়া হয়।