ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের অবস্থান ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
বিএনপির ডাকা হরতাল, ভাংচুর ও জ্বালাও,পোড়াও এবং পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচী পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, আওয়ামী লীগ নেতা তানজিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম সেলিম রেজা হাবিব, সৈয়দ মো.আসলাম,শঅহআলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ,পরিবহন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক আলম তারা দুলি।