ব্রাহ্মণবাড়িয়ায় আমিন এসোসিয়েশনের জরুরি সভায় সার্ভেয়ার এমরানকে বয়কটের সিদ্ধান্ত

- আপডেট সময় : ১০:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় আমিন (সার্ভেয়ার) এসোসিয়েশনের জরুরি আলোচনা সভা সার্ভেয়ার তানভীর হাজারী এমরানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল ১০:৩০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রারি অফিস হল রুমে সংগঠনের সভাপতি শাহ আল হাদী আল কাদরী এর সভাপতিত্বে ও রতন মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাকসুদুল আলম। সভায় সকলের সর্বসম্মতিক্রমে সার্ভেয়ার তানভীর হাজারী এমরানকে সিনিয়রদের সাথে অসদাচরণ, দুর্ব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাকে বয়কট ও তার সাথে সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানের শেষে সংগঠনের প্রয়াত সার্ভেয়ারদের স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (২), মো. জসিম উদ্দিন, মো. মহিবুর রহমান, মো. মাজহারুল ইসলাম ফুরকান, সরাইল উপজেলার সভাপতি মো. আহসান উল্লাহ্ ও আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আতিকুল্লাহ প্রমূখ।