মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ছবি সম্বলিত ব্যানার সাঁটিয়ে ৭৭তম জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি দলীয় পাঁচ বারের সাবেক এমপি ও মন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন। আজ বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্বরোড মোড় সংলগ্ন রোড মার্চের স্থলের কাছে ওই ব্যানারটি সাঁটিয়েছেন সাত্তার সমর্থকরা। ব্যানারে শেখ হাসিনা, উকিল আব্দুস সাত্তার ও উনার ছেলে মইনুল হাসান তুষারের ছবি রয়েছে। রোড মার্চের দিন সকাল থেকে যখন সরাইলসহ জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা থেকে বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক লাল শালুক হোটেলের পাশে জড়ো হচ্ছে। ২৪ বর্গফুট ওই ব্যানারটি সাঁটানোর কাজ চলছিল। রোড মার্চে অংশ গ্রহন করতে বিএনপি দলীয় অনেক নেতা কর্মী ব্যানারটি দেখে আক্ষেপ করেছেন। অনেকে ক্ষুদ্ধ হয়ে বলছেন, সারাটা জীবন বিএনপি’র সংসার করলেন। এই দল থেকে পাঁচবার এমপি হলেন। একাধিক দফতরের মন্ত্রী হলেন। আজকে তিনি আমাদেরকে দেখানোর জন্য শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যানার সাঁটালেন! এটি পরে সাঁটালেও তো পারতেন। এই ব্যানারে তো আর আমাদের কর্মসূচি বন্ধ করতে পারবে না। কেউ কেউ বলছেন, সাত্তার সাহেব ও শেখ হাসিনার ছবি এভাবে এক ব্যানারে দেখব জীবনেও ভাবিনি। এজন্যই জ্ঞানী লোকজন বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তবে এই ব্যানারটি বিএনপি দলীয় লোকজন ও পথচারীদের নজর কেড়েছে। সাধারণ মানুষও কাছে গিয়ে বারবার ব্যানারটি দেখছিলেন।
News Title :
ব্যানারে শেখ হাসিনাকে জন্ম দিনের শুভেচ্ছা জানালেন বিএনপি’র সাবেক নেতা উকিল আব্দুস সাত্তার এমপি
- Reporter Name
- Update Time : 10:05:57 pm, Thursday, 21 September 2023
- 103 Time View
Tag :