বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৭ তম জন্মবার্ষিকীতে সরাইল প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
বঙ্গভঙ্গ বিরোধী এবং ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উল্লাসকর দত্ত সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে ১৮৮৫ সালের ১৬ এপ্রিল জন্ম গ্রহণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত স্মরণসভায় উপসি’ত ছিলেন সাবেক সাংসদ সুলেখক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, সুলেখক গীতিকার সঞ্জিব কুমার দেবনাথ, প্রেসক্লাবের সহসভাপতি এম এম মুসা, জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মাহবুব খান, সাউথ এশিয়ান প্রেসক্লাবের সদস্য সচিব তৌফিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী। সভায় বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতিবিজড়িত বসতবাড়িটি সংরক্ষণ এবং উপজেলা সদরে তাঁর একটি ম্যুরাল তৈরির দাবি করা হয়।
মাহবুব খান বাবুল