বিজয়নগরে “বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি”র সুবর্ণ জয়ন্তী পালিত
- আপডেট সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ২০৪ বার পড়া হয়েছে
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা ও লাল সালাম শ্লোগান দিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিজয়নগর উপজেলা শাখা পালিত হচ্ছে বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান। ১৭ মে মঙ্গলবার দুপুর ১১ টায় উপজেলার মির্জাপুর রাধা গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে থেকে লাল পতাকা র্যালী অনুষ্ঠিত হয়ে থানা ও উপজেলা কমপ্লেক্স সামনে দিয়ে মির্জাপুর মোড় হয়ে রাধা গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়ে এক আলোচনা সভা শুরু হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিজয়নগর শাখার সভাপতি বাবু রায় মোহন চৌধুরী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি। বিজয়নগর উপজেলার যুব মৈত্রীর আহবায়ক সঞ্জয় রায় পোদ্দার মন্তর এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিল, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ও শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক কমরেড মোঃ নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রী যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদুল ইসলাম পারভেজ, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী লিটন, চান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোটন রায় চৌধুরী, জাতিয় কৃষক সমিতি বিজয়নগর উপজেলার আহবায়ক মোঃ বিল্লাল মিয়া, বেদন মিয়া, যুব মৈত্রী জামির মিয়া, চান্দুরা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,নবনির্বাচিত সাধারণ সম্পাদক অপূর্ব দেব, সোহেল মিয়া প্রমুখ।