প্রত্যাশা পূরণ– সরাইলে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
- আপডেট সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে সরাইলবাসীর। সরাইল সদরের সকাল বাজার এলাকায় লাকি প্লাজার দ্বিতীয়তলায় যাত্রা শুরূ হয়েছে পূবালী ব্যাংকের। আজ বৃহস্পতিবার সকালে সরাইলে পূবালী ব্যাংক লিমিটেড এর ৯৬তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বাজার শাখার ব্যবস্থাপক ওয়ায়েছ মাছুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা এলাকার উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. লতিফুর রহমান। সিনিয়র অফিসার নাহিদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মোসা. রেহেনা আক্তার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুর রহমান, ঢাকার গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার মো. সালাহ উদ্দিন, সাবেক কর্মকর্তা ঠাকুর দবির উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, ভবন মালিক দেওয়ান রওশন আরা লাকি, আ’লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, ন্যাপ নেতা আব্দুল জব্বার, সমাজকর্মী মো. রওশন আলী, মো. বেলাল উদ্দিন ঠাকুর, ঠিকাদার এম. এ মজিদ বক্স ও মো. মানিক মিয়া প্রমূখ। সর্ব সময় পাশে থেকে স্বল্প সময়ে স্বচ্ছ পরিচ্ছন্ন ও মানসম্মত সেবাই প্রত্যাশা করেন গ্রাহকরা। ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা বলেছেন, এক ঝাঁক তরূন দক্ষ ও কমর্ঠ কর্মী বাহিনীর সমন্বয়ে সর্বোচ্চ সেবা দেয়াই পূবালী ব্যাংকের লক্ষ্য। জেলার প্রধান শাখার সকল সুবিধাই পাবেন এখানকার গ্রাহকরা। কোন সিকিউরিটি ছাড়াই পাবেন ১০ লাখ টাকা ঋণ (এসএমই)। ঠিকাদারদের বিশেষ ছাড়ে পে-অর্ডার দেয়াসহ সকল ধরণের সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন। সবশেষে এই শাখার উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়েছে।