পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৮:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
র্যাব-৯, এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে ৫৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২৫ জানুয়ারি আনুমানিক ১৮.২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পৌর শহরের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ৩০ কজি গাঁজা উদ্ধার করে।
এছাড়াও অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২৫ জানুয়ারি আনুমানিক ২১.৪০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রানিয়ারা বিষ্ণপুর এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ২৮.১ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করত সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ রুহুল আমীন (২৮), কসবা উপজেলার বায়েক গ্রামের ( সর্দার বাড়ি) মোঃ সহিদ মিয়ার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।