নবীনগরে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির মোড় মাঠ প্রাঙ্গণে শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ও অঙ্গসংগঠনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাইন উদ্দিন আহমেদ মঈন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, নবীনগর উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লতা বেগম । উঠান বৈঠকে প্রধান অতিথি নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনে একজন মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা করেন।