ঢাকায় সাংবাদিকদের ওপর হামলায় বিইউজের নিন্দা, আগামীকাল বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৭:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। আজ রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিইউজে কার্যালয়ে জরুরি সভায় এ দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আগামীকাল (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু স্কয়ার থেকে প্রেস ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবে বিইউজে। বিইউজের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিইউজের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ আজিজুল সঞ্চয় ও কার্যকরী সদস্য মজিবুর রহমান খান, সদস্য জহির রায়হান, খায়রুল কবির, রুদ্র মোহাম্মদ ইদ্রিস, আরিফুর রহমান, সামিউল আহমেদ, আরিফুল হক জুয়েল, শাহাদাৎ হোসেন সোহেল, এইচএম জাকারিয়া, আব্দুর রহমান বুলবুল, এহসানুল হক রিপন, আব্দুল হান্নান, নিশাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।