মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মানুষদের ফুটবল প্রেম অনেক পুরাতন। বিশেষ করে গ্রাম এলাকার শিশু কিশোর যুবক বৃদ্ধ সকলকেই দ্রূত কাছে টানে ফুটবল। বর্তমানে সরাইলে ফুটবল টুর্নামেন্টের সিজন চলছে। প্রত্যেক জায়গায় প্রতিটা খেলায় রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করেই দর্শকদের বাঁধভাঙ্গা জোয়ার কমন বিষয়। গত বৃহস্পতিবার উপজেলার অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে চলমান টুর্নামেন্টের একটি খেলায় দর্শক উপস্থিতি ও অবস্থান ভাবিয়ে তুলেছে অনেককে। অনেকের গাঁয়ে কাঁপন ধরেছে। অনেক অভিভাবককে নিচ থেকে চিৎকার করতেও দেখা গেছে। মাঠের পাশের তিনতলা ভবনের ছাদ। ছাদে সিঁড়ির কক্ষের ছাদ। টিনের ঘরের চালা। পাশের গাছের মগডালে ঝুলে অবস্থান। বিভিন্ন বয়সের দর্শক একেবারে জ্যাম। বসায় বা চলায় ফেরায় একটু এদিক সেদিক হলেই দূর্ঘটনায় নিশ্চিত প্রাণহানির শঙ্কা রয়েছে। মুহুর্তের মধ্যে জীবন চলে যেতে পারে তা জেনেও শুধু ফুটবলের আকর্ষনে দর্শকদের এমন ঝুঁকিপূর্ণ অবস্থান। একাধিক আয়োজক জানান, আমরা নিরূপায়। আমাদের কথা তো কেউ শুনে না। না করলে অনেকে ক্ষুদ্ধ হয়। এ বিষয়ে সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান বলেন, প্রত্যকটা ইউনিয়নে খেলার জন্য মাঠ ও গ্যালারী একান্ত প্রয়োজন। এই প্রয়োজন মিঠাতে পারলে মাদকের ভয়াবহতাও কমে আসবে। জায়গার অভাবে ফুটবল প্রেমিরা এমন ঝুঁকি নিচ্ছে।