মাহবুব খান বাবুল: সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে মাইকে আহবান জানিয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। না আসলে জাতীয় পরিচয়পত্র বাতিলের হুমকিও দিয়েছেন। আজ বেলা ২টার পর সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের ভোটার নারী পুরুষদের মাইকে এই আহবান জানানো হয়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম হওয়ায় আ’লীগ নেতা এমনটি করেছেন বলে জানিয়েছন স্থানীয় লোকজন। সূত্র জানায়, বারপাইকা কেন্দ্রে ভোট শুরুর পর থেকে বেলা ২টার পর পর্যন্ত ভোটার উপস্থিতি হতাশা জনক। যা স্থানীয়
আ’লীগ নেতাদের খুবই ভাবনায় ফেলে দেয়। ফলে তড়িগড়ি অরুয়াইল ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব মসজিদের মাইকের সহযোগিতা নেন। তিনি মাইকে ওই গ্রামের ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান জানান। তিনি বলেন, বারপাইকা গ্রামের নারী পুরুষরা আপনারা তাড়াতাড়ি ভোট কেন্দ্রে আসেন। সময় নেই। এক ঘন্টার মধ্যে আসুন। সাত্তার সাহেবকে ভোট দিয়ে যান। আপনারা ঘরে বসে থাকলে বেরিবাঁধ হবে না। ভোট না দিলে আপনাদের আইডি কার্ড বাতিল হয়ে যাবে। সবই হিসাব হইতেছে। পশ্চিম পাড়ার সবাই এসেছেন। উত্তর পাড়ার লোকজন এখনো আসেননি। সরকার আ’লীগের। তারা আপনাদের জন্য কাজ করছেন। সাত্তার সাহেব বুড়া মানুষ। শেষ বয়সে উনাকে ভোট দিয়ে উনার ইজ্জত রক্ষা করুন। শেখ হাসিনার উন্নয়নের দিকে তাকাইয়া উনাকে ভোট দিতে কেন্দ্রে আসুন। এখন আর সেই দিন নাই যে চিলাইয়া লাইব। যার ভোট থাকেই দিতে হবে। সামছুল হক, রহমত আলীর বড় নেতারা কোথায়? আপনাদের ভোটাররা আসছে না কেন? আপনারা কী বেরিবাঁধ চান না? পরে পঁচতাইবেন। তখন কিন্তু কোন লাভ হবে না। মাইকে আ’লীগ নেতার এমন ঘোষণায় আশপাশের লোকজন হাঁসাহাঁসি করেন।