‘কবির কলম’ এর সভাপতি হুমায়ূন, সাধারণ সম্পাদক শিপন
- আপডেট সময় : ০৯:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে
কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় ‘জনতার খবর’ এর কার্যালয়ে এক সাধারণ সভায় তিতাস হুমায়ূনকে সভাপতি ও আব্দুল মতিন শিপনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, ফাহিম মুনতাসির -সিনিয়র সহ-সভাপতি, ইফতাখারুল হক সোহান- সহ-সভাপতি, আদিত্ব্য কামাল- সহ-সভাপতি, যোবায়ের রহমান অন্তর, কোহিনূর আক্তার প্রিয়া – সহ-সভাপতি, শাহাদত হোসেন সোহেল – সহ-সভাপতি, এমএম ইকরাম – সহ-সভাপতি, শরিফ উদ্দিন – সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ভূঁইয়া জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল হাসান, সহ-সম্পাদক ইকরাম হোসেন, সহ-সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক – মুস্তাকিম সিকদার মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক বিএফ সাইফুর রহমান, দপ্তর সম্পাদক রূপম ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিউর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক জুয়েনা বিনোদীনি, সংস্কৃতি সম্পাদক আরিফুল উসমান, কার্যকরী সদস্য সুমন সাহা, গাজী তানবীর কার্যকরী সদস্য, মিজানুর রহমান কার্যকরী সদস্য।
আগামী ২০২৩-২৪ ইংরেজি সাল পর্যন্ত এ কমিটি বলবত থাকবে।