আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,সরাইল-আশুগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার চিৎকার করে আমরা নৌকা প্রতিক চেয়েছি। প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদের অনুরোধে সাড়া দিয়ে আগামী ৫ নভেম্বরের উপনির্বাচনে নৌকা প্রতিক দিয়েছে। এখন আমাদের মূল দায়িত্ব নেত্রী প্রদত্ত নৌকা প্রতিকের সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিয়ে প্রার্থীকে বিজয়ী করা। আমাদের মনে রাখতে হবে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু নৌকার প্রার্থী হলেও আমাদের মূল প্রার্থী নৌকা।
তাই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রাণপণ প্রচেষ্টায় নৌকাকে বিজয়ী করতে হবে। এজন্য একমাত্র জরুরী নেতাকর্মীদের মধ্যে ঐক্য,ঐক্য এবং ঐক্য। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিক নৌকাকে বিজয়ী করতে ঐক্যেও কোনো বিকল্প নেই। তিনি গত শনিবার রাতে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মীসভায় নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর পক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি সফিউল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল আলী সিকদার রুবেল,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু,জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিন,সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, আবদুল হান্নান রতন, জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ, উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল,
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারী, হাজি সায়েদুল হক, ইউপি চেয়ারম্যান সোলায়মান মিয়া,সাইফ উদ্দিন চৌধুরী, বাদল সাদির,শফিকুর রহমান, আবু সায়েম মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম ডাক্তার খলিলুর রহমান, জয়নাল আবেদীন, মোখলেছুর রহমান, জাকির বাউল, শরীফ হোসেন, হুমায়ুন কবীর, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন, মোমিন মিয়া, আওয়ামী লীগ নেতা মোশারফ মুন্সী, হাজি ইলিয়াছ, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মতিউর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহীন সিকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রিফাত সিকদার, যুগ্ম-আহবায়ক তানভীর আজহার।