মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল- মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া-আসনেন এমপি সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শোক সভা করেছে সরাইল প্রেসক্লাব। গতকাল সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় ও সহসভাপতি জুলকার নাঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শোক সভা। বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থসম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ইব্রাহিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সদস্য মো. মুরাদ খান ও সাংবাদিক দীপক কুমার দেবনাথ। বক্তারা বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার ও সরাইলের কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের কয়েকটি দফতরের সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সাত্তার সমগ্র জীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। তারা সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। দেশ প্রেমিক এই দুই মহান নেতা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব। বাংলাদেশ নামক ভূখন্ডের সম্পদ। তাদের মৃত্যুতে নিজ এলাকা ও দেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। আমরা তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি। সবশেষে কুরআন তেলাওয়াত করে ওই দুই মহান নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
News Title :
আল-মামুন সরকার ও সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে সরাইল প্রেসক্লাবের শোক সভা
- Reporter Name
- Update Time : 01:49:12 pm, Tuesday, 3 October 2023
- 97 Time View
Tag :
জনপ্রিয় খবর