আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার ছেলে জসিমের

- আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৪৩২ বার পড়া হয়েছে
মঘ্য আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে সন্ত্রাসীদের বোমা হামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোহাম্মদ জসিম মিয়া (৩০) মৃত্যুবরণ করেন। মা-হারা জসিমের নিহতের সংবাদে বাকরুদ্ধ মুক্তিযোদ্ধা বাবা আব্দুন নূর। ঘরের মেঝেতে বসে আহাজারি করছেন স্ত্রী শারমিন আক্তার। মঙ্গলবার (৪ অক্টোবর) ভোররাত ৩টায় সন্ত্রাসীদের হামলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে। এদিকে নিহত জসিমের বাড়িতে বইছে শোকের মাতম। নিহতের বড় ভাই মোহাম্মদ জুলহাস জানান, সিলেট ৬১ বেঙ্গল রেজুয়ান থেকে মঙ্গলবার সকাল ৯টায় মুঠোফোনে জানিয়েছেন আমার ভাই আফ্রিকার সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন। আমার ভাই ৬১ বেঙ্গলে চাকরি করতো। তিনি ১০ বছরের চাকরি জীবনের এই প্রথম ৯ মাস আগে শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় ছিলেন। জসিমের ৩ বছর ও ২ বছরের দুইটি ছেলে সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি আরও জানান, সরকার যেন আমার ভাইয়ের লাশটি দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন এবং ভাইয়ের পরিবার ও শিশুদের যেন দায়িত্ব নেন। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, জসিমের লাশ যাতে দ্রুত দেশে আনা যায় সে লক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।