আখাউড়ায় মন্দির নির্মাতা ও সাবেক নেতৃবৃন্দকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
আখাউড়ায় মন্দির নির্মাতা ও সাবেক নেতৃবৃন্দআখাউড়ায় মন্দির নির্মাতা ও সাবেক নেতৃবৃন্দকে সংবর্ধনাকে সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন মন্দির নির্মাতা ও মন্দিরের উন্নয়ন কাজে ভূমিকা রাখা ১৭ জন এবং প্রয়াত ও জীবিত সাবেক ১৫ নেতৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সম্মেলন উপলক্ষে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আখড়া প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি। আখড়া পরিচালনা কমিটির আহবায়ক বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির আহবায়ক মো. সেলিম ভূইয়া, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া। আখড়া কমিটির সদস্য সচিব জুটন বনিকের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন লোকনাথ সেবাশ্রমের সেবক আশীষ ব্রহ্মচারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আখড়ার সাবেক সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী, সাংবাদিক দুলাল ঘোষ, দশভুজা কালী মন্দিরের সভাপতি রতন পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কিংকর ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের আহবাক দীপক কুমার ঘোষ, প্রেস ক্লাব সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূইয়া, জেলা পরিষদের সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, নিউ এইজের জেলা প্রতিনিধি কাজী হান্নান খাদেম প্রমুখ।
সম্মেলনে গোপন মতামতের ভিত্তিতে সভাপতি পদে একজনকে নির্বাচিত করার সিদ্ধান্ত হয়। তবে চন্দন কুমার ঘোষ ও দীপক কুমার ঘোষের পক্ষে সমান সংখ্যক ৫৯ জন মতামত দেন। এ অবস্থায় দু’জন দেড় বছর করে দায়িত্ব পালন করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়। সম্মেলন উপলক্ষে ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।