ব্রীজ নয়, মরণ ফাঁদ

0
187

গ্রামীন সড়কের উপর ব্রীজের এই ভাঙ্গণ বিপদ জনক। স্থানীয়রা বলছেন এখন এটি ব্রীজ নয়, মরণ ফাঁদ। সরাইল উপজেলার শাহবাজপুর-বুড্ডা সড়কের বন্দেরহাটি এলাকায় এই ব্রীজটির অবস্থান। সরজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এটি স্থানীয় ভাবে শিমলাইলের ব্রীজ হিসাবেই সকলের কাছে পরিচিত। খুব বেশী দিন আগে এটি নির্মিত হয়নি। বছর দিন ধরে ব্রীজের এই জায়গার প্রথমে পলেস্তরা খসে পড়ে। পরে আস্তে আস্তে ঢালাইও খসে পড়তে থাকে। বেরিয়ে আসে রড। বর্তমানে ভাঙ্গণের পরিমান প্রায় ৯ স্কয়ার ফুট হবে। রডের ফাঁক দিয়ে ছোট বাচ্চা নীচে খালের পানিতে নিমজ্জিত হওয়ার ভয় রয়েছে। বড়দের পা যে কোন সময় এই ফাঁকা দিয়ে ঢুকে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। দিনের চেয়ে রাতে এই ফাঁকা পথচারীদের জন্য বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সড়ক দিয়ে সারাদিন কয়েকশত মানুষ যাতায়ত করে থাকে। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ঠিকাদাররা যখন কাজ করে তখন টেকসই নয় লাভের চিন্তাই বেশী করে। সরকারী লোকজনও অজানা কারণে জোড়াতালির পক্ষেই থাকেন। জনসাধারণের চিন্তা কেউ করেন না। এত তাড়াতাড়ি ব্রীজ ভেঙ্গে যেতে দেখিনি। নিম্নমানের কাজের কারণেই এমনটি হয়েছে। এখন এই ব্রীজটি এখানকার মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রূল হুদা চৌধুরী বাদল বলেন, এই সড়কে কাজ চলছে। এই কাজের ওয়ার্কঅডারে এই ব্রীজের কাজ ধরা আছে। দ্রূততম সময়ের মধ্যেই এই ব্রীজের উপরের স্লাবটি ভেঙ্গে নতুন ভাবে করা হবে।

মাহবুব খান বাবুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here