ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবেশী ঐক্য ফোরামের কম্বল বিতরণ
- আপডেট সময় : ১০:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রী পাড়ায় কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার রাতে কালাইশ্রীপাড়া আখরাবাড়ি মন্দিরে প্রতিবেশী ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা আয়কর উপদেষ্টা পরিমন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি বেড়ে যায়। এ সময় সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোর উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রতিবেশী ঐক্য পরিষদের এ মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

























