ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর থেকে ৫.৮ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ১৭ জানুয়ারি আনুমানিক দুপুর ১৬.০৫ ঘটিকার সময় গোপন সূত্রে সুলতানপুরস্থ রাধিকা চৌমুহনীর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে একটি লাল রংয়ের ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে ৫.৮ কেজি মাদকদ্রব্য গাঁজা ও অটোরিকশা চালকসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন- শিহাব মিয়া (২০), পিতা- শাহেদ মিয়া, কাশিনগর ও ২। রবিন মিয়া (১৮), পিতা- কামাল মিয়া, নলঘরিয়া, উভয়- বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

























