নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৮:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি নামক স্থানে দূরপাল্লার প্রান্তিক বাসের চাপায় মোটর সাইকেল আরোহী শামিম ওসমান (২৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের পাল পাড়ার জহিরুল ইসলামের সন্তান। এই ঘটনায় একই এলাকার আবুল হোসেনের সন্তান মাকসুদ (২৭) গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার আনুমানিক রাত ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূরপাল্লার প্রান্তিক বাসের সাথে সংঘর্ষ চাপায় মোটরসাইকেল আরোহী শামিম ওসমান গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এতে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম জানান, দূরাল্লার বাসের সাথে মোটর সাইকেল দূর্ঘটনায় শামীম ওসমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর মাকসুদ নামে আরো একজন আরোহী আহত হয়েছেন।



























