‘এমন ভোটার শুন্য কখনো দেখিনি’ সাড়ে ৩ ঘন্টায় ৭ ভাগ কাস্ট

0
148
img 20230201 115240
img 20230201 115240

মোহাম্মদ মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা এসি একাডেমি কেন্দ্রে সাড়ে ৩ ঘন্টায় ভোট কাস্ট হয়েছে সাড়ে ৭ ভাগ। ভোটার উপস্থিতি একেবারে নগণ্য। মাঝে মধ্যে ২-৩ জন ভোটার আসছেন। একই অবস্থা চুন্টা দক্ষিণ সরকারি প্রাথমিক কেন্দ্রও। জাপার প্রার্থী এডভোকেট আবদুল হামিদের বাড়িও চুন্টায়। কেন্দ্র দুটিতে খোশ গল্প করে সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটার শুন্য ওই কেন্দ্র গুলিতে চলছে সুনসান নীরবতা। ভোটার অনুপস্থিতিতে হতাশ দায়িত্বে নিয়োজিত আনসার ভিডিবি সদস্যরাও। কেন্দ্রের বাহিরে টেবিলে বসে জিমুচ্চেন আনসার সদস্যরা। আনসার সদস্য আজগর আলী (৫২) ও সামছু মিয়া (৫০) বলেন, অন্য নির্বাচন গুলোতে এ সময় ভোটারদের সামলাতে হিমশিম খেতে হত। আর আজকে এ সময় কেন্দ্র একেবারে ফাঁকা। দায়িত্ব পালন করে মজা পাচ্ছি না। চুন্টা এ সি একাডেমিতে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মর্জিনা বেগম ও মাকসুদা বেগম বলেন, ভোটার নেই। এমন ভোটার শুন্য শ্বশান অবস্থা আগে কখনো দেখিনি। এলাকার বাসিন্দা ভোটার মো. কাশেম মিয়া (৬৫) বলেন, জীবনেও এমন ভোট দেখিনি। বেলা ১২ টা বাজে। এখনো কেন্দ্রে আসছেন না ভোটাররা। আগে কখনো এমনটি দেখিনি। সরকার একজন প্রার্থীকে নিয়ে বেশি চিন্তা করায় ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রিজাইডিং কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, এখানে মোট ভোটার ৩ হাজার ১৫৭ জন। এখন পর্যন্ত কাস্ট হয়েছে ২৩০ জন। ভোটাররা না আসার কারন বলতে পারছি না। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here