মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
জাসদ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হোসাইন আহমেদ তফছির স্মরণে সরাইলে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে এলাকবাসী ও অরণী গোষ্ঠীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সরাইল সদর ইউনিয়নের আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি এড. আক্তার হোসেন সাঈদ। আশরাফুল ইসলাম শাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আবদুর রাশেদ, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, আ’লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, জাপা নেতা এড. আবদুল হামিদ, সমাজ কর্মী ও শিক্ষক দেওয়ান রওশন আরা লাকী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুল আলম, ন্যাপ নেতা আবদুল জব্বার, সমাজ কর্মী আবদুস সুবহান মাখন, সমাজ সেবক শাহ সিরাজ, প্রভাষক জাকির আহমেদ আকছির প্রমূখ। বক্তারা বলেন, হোসাইন আহমেদ তফছির ছিলেন সৎ নিষ্ঠাবান নিঃস্বার্থ ও পরোপকারী চিত্তের একজন ব্যক্তি। নীতিতে আপোষহীন তফছির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষে নির্ভয়ে সারা জীবন রাজনীতি করে গেছেন। কখনো অন্যায়, অনিয়ম, দূর্নীতি তফসিরকে স্পর্শ করতে পারেনি। উনার জানাযা ও আজকের শোক সভায় লোকজনের উপস্থিতিই প্রমাণ করে তিনি সত্যিকার অর্থেই নৈতিকতা সম্পন্ন একজন আদর্শ মানুষ ছিলেন। তফসিরের আকস্মিক মৃত্যুতে পরিবার, সমাজ ও সরাইলের অপূরণীয় ক্ষতি হয়েছে। সবশেষে হোসাইন আহমেদ তফছিরসহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।