স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আল মামুন সরকার, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ভবিষ্যত নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা তথ্য অফিস আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাউসার । অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সহকারী তথ্য অফিসার সাইফ হাসান , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম উদ্দিন্ ও সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমেদ খান। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি আল মামুন সরকার ,মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে উঠার জন্যশিক্ষার্থীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল হাসান।