সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ঔষধ পাঠালেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ
- আপডেট সময় : ০৯:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে বন্যাকবলিত ক্ষতিগ্রস্তদের জন্য প্রাথমিক ঔষধ, খাবার বিতরণ। বাংলাদেশ ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নেতৃত্বে সিলেটের বন্যার্তদের মাঝে এই খাদ্য এবং ঔষধ প্রেরণ করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, বাংলাদেশের দুঃসময়ে ছাত্রলীগ স্বাধীনতার পূর্ব থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে। ভয়াবহ বন্যার প্রাদুর্ভাবে হাজার হাজার মানুষ বিপদগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতাকর্মীরাও সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছে। উপহার সামগ্রীর মাঝে স্যালাইন, মুড়ি, চিড়া, ব্রেড, বিস্কিট, দুধ, মোমবাতি ও চিকিৎসা সামগ্রী। এই উপহার সামগ্রী তিনটি ট্রাকে করে ২০০০ হাজার পরিবারের জন্য পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম রুবিন বলেন, ছাত্রলীগের একজন কর্মি হিসেবে আমরা গর্বিত। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যৎ আরও থাকবো।