ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন জামির ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ১৩ লক্ষ ১১হাজার ১৩৪ টাকা পেলেন নমিনী তার স্ত্রী রীণা আক্তার। স্বেচ্চায় রীণা আক্তার একলক্ষ টাকার একটি বার্ষিক পলিসিও করেছেন। মঙ্গলবার ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডস্থ এজেন্সী অফিসে রীণা আক্তারের নিকট চেক হস্তান্তর করা হয়।
এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর এজেন্সী অফিসের ইনচার্জ মোহাম্মদ আরজু। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর জি এম স্বপন কুমার মজুমদার।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর বিএম সৈয়দ মোহাম্মদ আকরাম,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারন সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাংবাদিক আশেক মান্নান হিমেল, রিয়াজউদ্দিন জামির বড় ছেলে ফুজাইফা সাদমান, ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ইউনিট ম্যানেজারআবু সালেহ, এফএ আয়েশা আহমেদ লিজা, মুজিবুর রহমান, আতিকুল ইসলাম পল্টু প্রমুখ।