সাংবাদিক মোহাম্মদ আরজু’র ছোট ভাইয়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

- আপডেট সময় : ০৯:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জেলার খ্যাতিমান সাংবাদিক মোহাম্মদ আরজু’র ছোট ভাই জেলার বিশিষ্ট এনজিও সংগঠক আসাদুজ্জামান মানিকের মৃত্যুতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু,কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কর্যকরী সদস্য মীর মো. শাহীন এক শোক বার্তায় মরহুম আসাদুজ্জামান মানিকের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জেলার খ্যাতিমান সাংবাদিক মোহাম্মদ আরজু’র ছোট ভাই, জেলার বিশিষ্ট এনজিও সংগঠক আসাদুজ্জামান মানিক গত বুধবার সকাল সাড়ে আটটায় জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের নিজ বাতিতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত।