মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইল মহিলা কলেজের ২০২২ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এই উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও আ’লীগ নেতা এ্যাডভোকেট কামরূজ্জামান আনসারী। কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন প্রথম বর্ষের শিক্ষার্থী মোছা. শাহিদা আক্তার ও গীতা পাঠ করেন শ্রাবন্তি কর্মকার। বক্তব্য রাখেন- সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য পরিচালনা পর্ষদের সাবেক ও প্রেসক্লাবের বর্তমান সভাপতি মো. আইয়ুব খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, জেলা পরিষদ সদস্য মো. পায়েল হোসেন মৃধা, প্রতিষ্ঠাতা সদস্য মো. হুমায়ুন কবির ও মো. শফিকুর রহমান প্রমূখ। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠাতা ও কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তারা পরীক্ষার্থীদের উদ্যেশ্যে পড়ালেখা ও পরীক্ষা কেন্দ্রে করণীয় বর্জনীয় বিষয় গুলো পরিচ্ছন্ন ভাবে তুলে ধরেন। সকল শিক্ষার্থীদে জ্ঞান অর্জনের জন্য মনোযোগি হওয়ার পরামর্শ দিয়েছেন। সবশেষে পরীক্ষার্থীর সুস্থ্যতা সফলতা কামনার পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।