সরাইল মহিলা কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

- আপডেট সময় : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের ৯৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আগামী ১৭ আগস্ট তারা ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবেন। এ উপলক্ষে আজ শনিবার সকালে কলেজ মিলনায়তনে প্রভাষক মো. রূহুল আমীন রূবেলের সঞ্চালনায় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহফুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মো. নোমান মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ, লোখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, প্রতিষ্ঠাতা সদস্য এস.এম ফরিদ, প্রভাষক মো. শফিকুর রহমান, অভিভাবক মো. মোজাম্মেল পাঠান, ন্যাপ নেতা আব্দুল জব্বার, পরীক্ষার্থী মোছা. নুসরাত পাঠান ও শাহিদা আক্তার। এছাড়াও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, প্রভাষকবৃন্দ ও অভিভাবকরা উপসি’ত ছিলেন। স্বাধীনতার ৪৮ বছর সরাইল সদরে প্রতিষ্ঠিত একমাত্র মহিলা কলেজটির প্রতিষ্ঠাতাদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, ফলাফল, শিক্ষার্থীদের বক্তব্য, শিক্ষক ও পাঠদানের মান প্রশংসিত। এখানে নৈতিক ও সুশিক্ষা দেয়া হচ্ছে। সকলে মিলে নারী শিক্ষার নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানটির উন্নতি ও অগ্রগতির লক্ষে কাজ করা উচিত। পরে পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়। সবশেষে অতিথিরা কলেজ কর্তৃক দেয়া ক্ষুদ্র উপহার পরীক্ষার্থীদের হাতে তুলে দেন।