সরাইল আওয়ামীলীগের কমিটির সমালোচনায় “নতুন গ্লাসে পুরাতন মদ”

- আপডেট সময় : ০৫:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইল উপজেলা আওয়ামীলীগের সদ্য গঠিত কমিটি সম্পর্কে সমালোচনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেছেন-‘ এটা এমন এক কমিটি যেন নতুন গ্লাসে পুরাতন মদ।’ আজ বৃহস্পতিবার উপজেলা সদরে একটি মানববন্ধনে এই বলেছেন তিনি। তিনি বলেন, ইকবাল আজাদের হত্যাকে পুঁজি করে স্থানীয় আ’লীগকে নিয়ে ছিনিমিনি খেলছেন একটি মহল। ৯০ দিনের আহবায়ক কমিটি পার করেছেন ৮ বছর। দলীয় ও জাতীয় কর্মকান্ডে দলটি ছিল একেবারে নিস্ক্রীয়। দীর্ঘদিন পর আমাদের সকলের সহায়তায় সম্মেলন করেছেন। জেলার নেতাদের কথায় আমরা সহায়তা করেছি। নতুবা সফল সম্মেলন সম্ভব হতো না। কেন্দ্র ও জেলার নেতারা আমাদেরকে পেছনে রেখে সরাইলে সম্মেলন করতে পারতেন না। সম্মেলনের নামে নাটক হয়েছে। ৮ বছরের ব্যার্থদের দিয়েই কমিটি ঘোষণা করেছেন। শুধু নতুন গ্লাসে পুরাতন মদ ঢুকিয়েছেন। উনারা আমাদেরকে মিথ্যা বানোয়াট অভিযোগের অযুহাতে কমিটিতে স্থান দেননি। রফিক উদ্দিন ঠাকুর বলেন, আমাদের দাবী নিয়ে এখন থেকে আমরা রাজপথেই থাকব। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।