সরাইলে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার ২দিন পরও গ্রেপ্তার হয়নি ধর্ষক
- আপডেট সময় : ১০:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাত্র ৩ বছর ৬ মাস বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে সরাইলের আবিদ মিয়ার (১৬) বিরূদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের কুট্রাপাড়া জোড়াসার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক একই গ্রামের জসিম মিয়ার ছেলে আবিদ মিয়ার (১৬) বিরূদ্ধে থানায় মামলা করেছেন। এমন মর্মান্তিক ঘটনার পর ২ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি ধর্ষককে। পুলিশ, মামলা ও ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, ধর্ষণের শিকার শিশুটির বাবার বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার একলাশপুর গ্রামে। চাকরির সুবাদে বর্তমানে কুট্রাপাড়ার জোড়াসারে থাকেন। গতকাল বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশের রাস্তায় তার খালাত ভাইয়ের (০৫) সাথে খেলা করছিল। প্রতিবেশী জসিম উদ্দিনের ছেলে আবিদ মিয়া ওই দুই শিশুকে ডেকে জোড়াসার গ্রামের পশ্চিম পাশের ফসলি মাঠে জনৈক নাসির মিয়ার ধানের জমিতে নিয়ে যায়। সেখানে আবিদ ওই শিশুর পড়নের জামা কাপড় খুলে জোর পূর্বক ধর্ষণ করতে থাকে। ফলে শিশুটির যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়। ওদিকে ওই দুই শিশুকে বাড়ির পাশে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকেন শিশুর মা। তিনি হঠাৎ দেখতে পান দূরের ফসলি মাঠে দাঁড়িয়ে আছে নাহিদ নামের শিশুটি। দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ করাবস্থায় আবিদকে হাতেনাতে ধরে ফেলেন শিশুর মা। শিশুটিকে কোলে নেওয়ার সুযোগে ধস্তাধস্তি করে ছুটে পালিয়ে যায় ধর্ষক আবিদ। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষককে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন। শিশুটি ভীত সন্ত্রস্থ অবস্থায় কাঁদতে কাঁদতে ঘটনাটি মাকে বলেছে। চিকিৎসার জন্য শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে গত বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবিদের বিরূদ্ধে সরাইল থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর ২ দিন পেরিয়ে গেলেও ধর্ষক আবিদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার কথা স্বীকার করে বলেন, আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।