মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনতার সহায়তায় হাতেনাতে ৩ গরূ চোরকে গ্রেপ্তার করেছেন থানার পুলিশ। গত শুক্রবার রাত পোনে ১টার উপজেলার সদর ইউনিয়নের নতুন হাবলী এলাকার ইয়াছিন মিয়ার (২৪) বাড়ি থেকে চুরি করে গরূ নিয়ে যাওয়ার সময় চোরদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও ভুক্তভোগিরা জানায়, শুক্রবার রাতে ইয়াছিন মিয়ার বসতবাড়ির গোয়াল ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ৪-৫ জনের একদল চোর। টের পেয়ে ইয়াছিন মিয়ার পরিবারের লোকজন ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করতে থাকেন। গোয়াল ঘর থেকে গরূ চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের ফারূক মিয়ার ছেলে মো. ইমন মিয়াকে (২২) আটক করে পুলিশে দেয়। অন্য চোররা পালিয়ে যায়। ইমনের দেয়া তথ্যানুসারে এস আই শরীফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নতুন হাবলি গ্রামের আজগর আলীর ছেলে রফি আলী (৫০) মো. আরিজ মিয়ার ছেলে মো. আনা মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেন পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিন চোরের বিরূদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।