মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২ যুগ ফূর্তি উৎসব আলোচনা সভা ও কেক কেটে উৎযাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন পত্রিকাটির সরাইল প্রতিনিধি ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য মো. মুরাদ খান। প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- যুগান্তর পত্রিকার সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সরাইল সদর ইউপি আ’লীগের সদস্য সচিব মো. বিল্লাল হোসেন, সরাইল প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ তফছির বক্তব্য রেখেছেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পাঠক প্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এটি বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই সকলেই যুগান্তর পত্রিকার প্রকাশক সম্পাদক ও সকল সংবাদ কর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দেশের গণতন্ত্র, উন্নয়ন অগ্রযাত্রা ও রাজনৈতিক পরিমন্ডলে দৈনিক যুগান্তর পত্রিকার ভূমিকার ভূঁয়োশি প্রশংসা করে বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক ও দর্পণ। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বাধীনতা বিরোধী চক্র ও জঙ্গীবাদ দমনে সাংবাদিকদের কলম গুরূত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরাইলের ছোট খাট দাঙ্গা হাঙ্গামার রিপোর্ট ফলাও না করার অনুরোধও করেছেন বক্তারা। অনিয়ম অসঙ্গতি দূর্নীতির পাশাপাশি সাধারণ মানুষ, কৃষক শ্রমিকের উন্নয়ন হবে এমনসব বিষয়ে আরো বেশি করে লেখার আহবান জানিয়েছেন। সবশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কেক কেটে উপস্থিত সকলকে খাইয়ে দিয়ে পত্রিকাটির ২ যুগ ফূর্তি উৎযাপনের সমাপ্তি টানেন।